নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় একই পরিবারের তিনজনসহ আরো পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। সোমবার বিকালে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত কুমার সরকার। এ নিয়ে জেলায় ১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নতুন করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের আমিনা খাতুন , তার স্বামী আহসান উল্লাহ ও ছেলে জিহান (১৩), এছাড়া শহরের মধ্য কাটিয়া এলাকার আরিফুর রহমান এবং সদর উপজেলার তেজনা নামের একজন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। তিনি আরো জানান, জেলায় আজ পর্যন্ত মোট ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/