Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সাবেক স্বাস্থ্য কর্মীর মৃত্যুতে করোনা আতঙ্ক লাশের পাশে কেউ না গেলেও এগিয়ে এলেন সিডিও

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা সদরে শফিউদ্দিন নামের এক সাবেক স্বাস্থ্য কর্মী সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় মারা যান। করোনা সন্দেহে তার বাড়িতে কেউ ঢুকতে চায়নি। এ সময় সিডিও ইয়ুথ টিম সদর ইউনিট এর সভাপতি ও কোভিড যোদ্ধা প্রশিক্ষণ প্রাপ্ত মৃত ব্যক্তিকে তার গ্রামের বাড়িতে নিয়ে যেতে সহযোগিতা করেন।

এলাকাবাসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টায় শফিউদ্দিন তার গোপালপুরস্ত বাড়িতে মারা গেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ভেবে তার স্ত্রী ছাড়া তার পাশে কেউ ছিলেন না। মৃত শফিউদ্দিন এর মৃতদেহ তার গ্রামের বাড়ি নিয়ে যেতে চাইলে গাড়িতে উঠানোর জন্য কাউকে না পাওয়া যাওয়ায় দীর্ঘ ২ ঘণ্টা হতাশার সাগরে নিমজ্জিত ছিলেন তার স্ত্রী। এমনকি শফিউদ্দীন এর বাড়ির সামনে দিয়ে মানুষ হাঁটাচলা বন্ধ করে দেয়। ফেসবুকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাসে মারা গেছেন শফিউদ্দিন, ভাইরালে গরম হয়ে ওঠে ফেসবুক পেজ।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা জানতে পেরে তাদের মধ্যে কোভিড যোদ্ধা প্রশিক্ষণ প্রাপ্ত আনিসুর রহমান মিলনকে জানালে সে সাথে সাথে মৃত শফিউদ্দিন এর বাড়িতে চলে যায় এবং অন্যান্য সদস্যদের নিয়ে মৃত দেহ গাড়িতে তুলে দেয় এবং তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্য পাঠিয়ে দেয়। আনিসুর রহমান মিলন এর এই মহানুভবতা মুহ‚র্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেট জগতে। উপজেলা প্রশাসন ও ফ্রেন্ডশিপ হাসপাতাল কে ধন্যবাদ জানান হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীরা। মিলন কে নিয়ে ফেসবুকে পোস্ট দেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, তিনি লেখেন আমি কোভিড যোদ্ধা প্রশিক্ষণ দিতে পেরে সার্থক,আমি গর্বিত।

প্রসঙ্গত, এপ্রিল ২০২০ শ্যামনগর উপজেলা প্রশাসন ও বেসরকারি হাসপাতাল ফ্রেন্ডশিপ কোভিড যোদ্ধা প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেন এবং আগ্রহীদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে বলেন। এ সময় উপজেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃত সিডিও ইয়ুথ টিমের ৩০ জন সদস্য আবেদন করেন,যার মধ্যে ১৪ জন সদস্য প্রশিক্ষণ পান। প্রশিক্ষণ পেয়ে বসে নেই সদস্যরা।

এলাকার মানুষকে হাত ধোয়া শেখানো, বিভিন্ন স্থানে মানুষকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সাবান টানিয়ে দেওয়া, মানুষকে মাক্স পরার অভ্যাস গড়ে তোলা, এলাকার মানুষকে কোভিড বিষয়ে প্রতিনিয়ত সচেতন করা, জীবাণু নাশক স্প্রে ছিটানো, কোভিড যোদ্ধা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেওয়া সহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version