জুন ১৭, ২০২০
শ্যামনগরে সমিতির নামে চেক, স্ট্যাম্প হাতিয়ে হয়রানির পায়তারা প্রতিকার চেয়ে জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের পার্শ্বেখালী যতীন্দ্রনগর গ্রাম উন্নয়ন সমবায় লিঃ এর নামে সাধারণ গ্রাহকদের স্বাক্ষরিত চেক, স্ট্যাম্প ও ডেমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভোক্তভোগী পার্শ্বেখালী গ্রামের নাসির উদ্দীন সরদারের পুত্র মোঃ আতিয়ার রহমান সরদারসহ এলাকাবাসী শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (নং-৬৫৯) করেছেন। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, উপজেলা সমবায় অফিসার শ্যামনগরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার মীরগাং গ্রামের এলাই বক্সের পুত্র মোঃ রুহুল কুদ্দুস কয়েক বছর পূর্বে এলাকায় এস,ডি,এ নামের একটি সমিতির কাজ শুরু করেন। সমিতি খোলার পরে উক্ত ব্যক্তি সু-কৌশলে সাধারণ মানুষকে সমিতির অর্ন্তভুক্ত করে সঞ্চয় গ্রহণ করতে থাকে। তথ্য অনুসন্ধানে জানা যায় , রুহুল কুদ্দুস উক্ত চেক , স্ট্যাম্প ও ডেমি নিয়ে গ্রাহকদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা ও সহায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। এলাকাবাসী জানায় , রুহুল কুদ্দুস কাশিমাড়ি এলাকার মৃত মোবারক আলীর পুত্র আনারুল হত্যা মামলার আসামী । বর্তমানে মামলা বিচারাধীন আছে। অত্র এলাকার ভুক্তভোগী সাইদুর গাজীর পুত্র রফিকুল , সামাদ আলীর পুত্র আব্দুস সালাম , নাছির উদ্দীন সরদারের পুত্র মোঃ আতিয়ার সরদার ও মোঃ মহাসীন সরদার বলেন , আমরা দীর্ঘ বছর ধরে উক্ত সমিতির গ্রাহক । বেশ কয়েকবার ঋণ নিয়েছি । ঋণ পরিশোধ করে প্রতিবার ঋণ নেওয়ার সময় কুদ্দুস নতুন ভাবে আমাদের নিকট থেকে চেক, স্ট্যাম্প , ডেমি গ্রহন করে। তারা আরও বলেন আমাদের এলাকার মৃত নুর মোহাম্মাদের পুত্র মোঃ মতিয়ার গাজী উক্ত সমিতির লোন পরিশোধ করার পরেও তার স্ট্যাম্প দিয়ে কুদ্দুস মামলা করে মোটা অঙ্কের টাকাসহ সহায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। বিষয়টি আমরা জানার পরে তার কাছে আমরা আমাদের স্বাক্ষরিত চেক ,স্ট্যাম্প ও ডেমি ফেরৎ চাই। কুদ্দুস চেক ,স্ট্যাম্প ও ডেমি ফেরত দেওয়ার নাম করে কৌশলে আমাদের কাছে থাকা সমিতির বই গুলো উঠিয়ে নেয়। বর্তমানে আমরা সম্পূর্ন্ন ভাবে ঋণ পরিশোধ করলেও চেক ,স্ট্যাম্প ও ডেমি ফেরত দিচ্ছে না। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সমবায় অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন , পার্শ্বেখালী যতীন্দ্রনগর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সমিতিটি সরকারী ভাবে নিবন্ধিত। উক্ত সমিতির বিষয়ে আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,953,713 total views, 9,463 views today |
|
|
|