Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে মাস্ক না থাকায় জরিমানার পর উপহার

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে মাস্ক না থাকায় সাধারণ মানুষ, দোকানীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী মাস্ক না থাকায় কয়েকজনকে জরিমানা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দোকানে যান এবং ক্রেতাদের মুখে মাস্ক না থাকায় দোকানীদের জরিমানা করেন। পাশাপাশি রাস্তায় সাধারণ মানুষের মুখে মাস্ক না থাকায় ১২ জনকে ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা ও একই সাথে মাস্ক উপহার দেন। একই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না থাকায় জরিমানা করেন এবং মানুষকে মাস্ক উপহার দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, ‘অনেকেই মুখে মাস্ক ছাড়া ঘোরা ফেরা করায় জরিমানা করা হয়েছে। একই সাথে মাস্ক উপহার দেওয়া হয়েছে। সাথে সাথে মাস্ক ছাড়া বের না হতে অনুরোধ করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version