Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বিচারাধীন মামলার জমি থেকে বসত-ঘর ভেঙে দেয়ার অভিযোগ

শ্যামনগর অফিস : আদালতে জমির মালিকানার সত্ত¡ নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বসত-ঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যার দিকে শ্যামনগর উপজেলার ভবানীপুর মৌজায়। বসত-ঘর হারিয়ে অসহায় পরিবারটি পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করার দাবি করেছে। নুরনগর ইউনিয়নের তহসিলদার স্থানীয় একটি প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তাদেরই কিছু লোকজনের সহায়তায় এমন কান্ড ঘটিয়েছে বলেও অভিযোগ।

বসত-ঘর থেকে উচ্ছেদ হওয়া মোশারফ হোসেন জানায়, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছিলেন। চারপাশে লবণ পান বিধায় তারা খাবার ও ব্যবহার উপযোগী পানির জন্য একটি গভীর নলক‚প স্থাপন করে পানির চাহিদা মেটাচ্ছিলেন। কিন্তু প্রভাবশালীরা বসত-ঘর গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি তার নলক‚পের ক্ষতিসাধন করেছে।

ঘটনার শিকার মোশারফ হোসেনের পিতা আবুল কাশেম জানান, এ মৌজার ৭২/৭৩ খতিয়ানের এস এ রেকর্ডীয় মালিক বানু আলী গাজীর ওয়ারেশগণের নিকট থেকে কোবলা সূত্রে ক্রয়ের পর থেকে সাবেক ১৮০ দাগ যার হাল দাগ নং ৩২৮ এর ঐ জমি তারা ভোগ দখলে রয়েছে। সম্পত্তির একটা অংশ রাস্তা নির্মাণের জন্য সরকারের অনুকুলে এক নং খতিয়ানে রেকর্ড ভুক্ত হয়।

তিনি আরও জানান জমির উপর দিয়ে আগেও যেমন কোন রাস্তা ছিল না, তেমনি বর্তমানেও কোন রাস্তার অস্থিত্ব নেই। তথাপি স্থানীয় প্রভাবশালী একটি মহলের ষড়যন্ত্রের কারণে ঐ জমিকে রাস্তা শ্রেণি উল্লেখ করে তার ছেলের বসত-ঘর রাস্তার উপর নির্মিত- এমন অভিযোগ তুলে তা অন্যায়ভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। আবুল কাশেম জানান কোবলা সূত্রে ক্রয়কৃত ভোগদখলীয় তার জমির কিছু অংশ ভ্রমাত্মকভাবে সরকারের এক নং খতিয়ানে রেকর্ড হওয়ায় ইতিমধ্যে তিনি ভ্রম সংশোধনের জন্য বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছেন। যার মামলা নং ৭৫/৯৮।

তিনি অভিযোগ করেন আদালতের আদেশ আসা পর্যন্ত অপেক্ষা না করে উদ্দেশ্য মূলক ভাবে তার ছেলেসহ পরিবারটিকে রাস্তায় বসিয়ে দেয়া হয়েছে। স্থানীয় আব্দুল গনি ওরফে গনি হাজী, শাহাজান, আবুল হোসেন ও তপন এর প্ররোচনায় নুরনগরের তহসিলদার আব্দুর রাজ্জাক এমন কান্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এবিষয়ে তহসিলদার আব্দুর রাজ্জাকের মুঠো ফোনে যোগাযোগ করা হলে এমন বিষয়ে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version