নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোভিড ১৯ ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানি রাখার পাত্র, খাবার স্যালাইন, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সহ অনেকে।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় শ্যামনগর এর আয়োজনে এ সময় ১শ’ ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারে উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/