Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের অসহায় মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। বুধবার (০৩ জুন) তৃষ্ণার্তদের সুপেয় পানি সরবরাহ করতে ৫ হাজার লিটার পানি বহনের জন্য ৪ টি ১ হাজার লিটার ও ২ টি ৫শ’ লিটার ট্যাংক উপহার দিয়েছেন। যা দিয়ে দৈনিক ১ হাজার পরিবারকে সুপেয় পানির ব্যবস্থা করা হবে। শ্যামনগরের কৃতি সন্তান যমুনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার সালাউদ্দিন সুমনের প্রচেষ্টায় উপক‚লের মানুষের সমস্যার কথা বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে জানানোর সাথে সাথে তিনি এগিয়ে আসেন এবং দ্রæত তৃষ্ণার্তদের সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ঘূর্ণিঝড় আম্পান বিধ্বস্ত হওয়ার পর থেকে বেড়ি বাঁধ ভেঙে যাওয়া উপক‚লের মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ছিল। তবে জীবন বাজি রেখে দুর্যোগে মানুষের পাশে থাকা শ্যামনগরের স্বেচ্ছাসেবীরা নিজস্ব প্রচেষ্টায় কিছুটা হলেও পানির সংকট নিরসনে কাজ করে আসছে। স্বেচ্ছাসেবী সে সব সংগঠনের কাজ ত্বরান্বিত করতে পুরো কাজটি সমন্বয় করেছে রহমান ফাউন্ডেশন। আপাতত প্রতিদিন ৫টি ভলান্টিয়ার গ্রæপ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা সহ বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা হবে। মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সিডিও ইয়ুথ টিম শ্যামনগর, স্টুডেন্ট সলিডারিটি টিম, শ্যামনগর অনলাইন বøাড ব্যাংক ও শ্যামনগর অনলাইন ফুড ব্যাংক, শ্যামনগর ফুড ব্যাংক। ভবিষ্যতে উপক‚লের মানুষের পাশে দাঁড়াতে আরো উদ্যোগ নেবে রহমান ফাউন্ডেশন বলে জানান সংশ্লিষ্ট সূত্র। জাতীয় ক্রিকেট দলের এমন উদ্যোগে উজ্জীবিত স্বেচ্ছাসেবী সংগঠন গুলো মাশরাফি-তামিম-রুবেলদের উপহার তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version