নিজস্ব প্রতিনিধি: দেবহাটা থেকে কালিগঞ্জের কুশুলিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসার পর চন্দ্র শেখর দাস (৫৫) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত হরিপদ দাসের ছেলে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে চন্দ্র শেখর দাস গত ২৬ জুন (শুক্রবার) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তার করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি শ্বশুর বাড়ি কালিগঞ্জের কুশুলিয়া গ্রামে অবস্থান করছেন। চন্দ্র শেখর দাসের শ্বশুর বাড়ি লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত চন্দ্র শেখর দাসের স্ত্রী স্বপ্না মন্ডল মুঠো-ফোনে জানান, গত কয়েকদিন যাবৎ তার স্বামীর সামান্য জ্বর ছিল। গত ২৬ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বামীর নমুনা সংগ্রহের পর ওই বিকেলে তার বাবার বাড়ি কুশুলিয়াতে নিয়ে আসে। বর্তমানে তার স্বামী পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান তিনি।