Site icon suprovatsatkhira.com

শার্শায় মৃত ব্যক্তি করোনা শনাক্ত: নতুন আক্রান্ত ৫ জন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে আরও ৫ জন করোনা শনাক্ত হয়েছে। মৃত ব্যক্তি বেনাপোলের নারানপুর গ্রামের জাকির হোসেন (৫০)। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার মারা যান। পরে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠালে বুধবার দুপুরে ওই রিপোর্টটি পজিটিভ এসেছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

ডাক্তার ইউসুফ আলী বলেন, মৃত ব্যক্তি ছাড়াও শার্শা উপজেলায় আরো পাঁচ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে বেনাপোলেই তিন জন। নতুন করে আক্রান্তরা হলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে কর্মরত একজন পুলিশ কনস্টেবল (৪১), বেনাপোল পৌরসভার একজন কর্মকর্তা (৩৭), বাগআচড়ার ছোট আচড়া গ্রামের একজন এবং শার্শার উলাশি ইউনিয়নের লাউতাড়া এলাকার দুইজন। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version