ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকারের নির্দেশনায় জনগণের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ। বুধবার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার সুপেয় খাবার পানি বঞ্চিত জনগণের মাঝে ২ হাজার ২শ’ ৫০ লিটার সুপেয় পানি বিতরণ করেন। আম্পানে বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি মানুষের সুপেয় পানির অভাব দেখা দেয়।
এর প্রতিকারে সেনা প্রধানের নির্দেশে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক এসকল পরিবারের মাঝে সুপেয় পানি বিতরণ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/