প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন এর ২৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আব্দুল মোতালেব কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম. নূর ইসলাম।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসীন হোসেন বাবলু, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, নিউজ টোয়েন্টি ফোর এর সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চু, নির্বাহী সদস্য ও গাজী টিভির কামরুল হাসান, দৈনিক জন্মভূমির সাতক্ষীরা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, আজকের সাতক্ষীরার মাছুদুর জামান সুমন, এম. রফিক, জাকির হোসেন মিঠু, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। ১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৪ বছর পেরিয়ে গেলেও আজও বিচারে খুনিদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, স.ম. আলাউদ্দীনকে হত্যার মধ্য দিয়ে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত করা হয়েছিল। একজন প্রগতিশীল স.ম. আলাউদ্দীন সাতক্ষীরার সম্পদ ছিলেন। ৭১’-এ মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল। তিনি ছিলেন আপোশহীন নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলের দুঃসময়ে তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাতক্ষীরাকে সমৃদ্ধশালী একটি জেলা হিসেবে রূপান্তরিত করা। তিনি সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের কথা তুলে ধরার জন্য নিজ হাতে প্রতিষ্ঠিত করেছিলেন দৈনিক পত্রদূত পত্রিকা।
তাঁর কর্মের মধ্য দিয়ে শহীদ স.ম. আলাউদ্দীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রæত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।