Site icon suprovatsatkhira.com

ভেটখালী বাজার ক‌মি‌টির সে‌ক্রেটারীর মায়ের মৃত্যু

সুন্দরবন অঞ্চল প্রতি‌নি‌ধি : শ‌্যামনগর উপ‌জেলার রমজাননগর ইউ‌নিয়‌নের ভেটখালী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সোবহা‌নের স্ত্রী , ভেটখালী হাট বাজার ব‌্য‌বস্থাপনা ক‌মি‌টির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও মাহফুজ ভ‌্যারাই‌টিস স্টো‌রের স্বত্ত্বা‌ধিকারী মোঃ মাহফুজ রহমা‌নের মাতা মা‌জিদা বেগম আর নাই । শুক্রবার সকাল ১১ টায় বার্ধক‌্য জনিত কার‌নে নিজ বাড়ী‌তে মৃত‌্যু বরন ক‌রেন । ইন্না নিল্লা‌হি ,,, রা‌জিউন । মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭২ বছর । শুক্রবার বাদ আসর জানাযা শে‌ষে পা‌রিবা‌রিক কবর স্থা‌নে তার দাফন সম্পন্ন করা হয় । মৃত‌্যু কা‌লে তি‌নি স্বামী, তিন প‌ুত্র, চার কন‌্যাসহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version