সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পদ্মপুকুরের বন্যতলা ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বানভাসী ২শ’ পরিবারের মাঝে ব্লেসিং ফর হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রলার যোগে ইউনিয়নের লোনা পানিতে ডুবে থাকা বিভিন্ন প্রান্তে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেয় ব্লেসিং ফর হিউম্যান ফাউন্ডেশনের পক্ষে স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
এ সময় ব্লেসিং ফর হিউম্যান ফাউন্ডেশন স্থানীয় প্রতিনিধি সমাজসেবক জুলফিকার হায়দার, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়ার ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. হুমায়ুন মকসুদ হারুন, কাশিমাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান সহ সিডিও ইয়ুথ টিমের সদস্য ও স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।