নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় গুড কজ ক্যাম্পেইন প্রকল্পের মাধ্যমে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ‘সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী, বৈকারী, ঝাউডাঙ্গা, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নের তালিকাভুক্ত ৯শ’ ১৭ জন শিশুর পরিবারে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিটি পরিবারে ৩টি করে সাবান ও ২ রকম হ্যান্ড স্যানিটাইজার সহ বিকাশ, নগদ, শিওর ক্যাশ ও রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩ হাজার ৫শ’ টাকা চার্জসহ প্রদান করা হয়েছে’।
তিনি আরও জানান, ‘শিশু সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে প্রকল্পটি ২০১৭ সাল থেকে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করেছে। ৩১ মার্চ ২০২০ তারিখে প্রকল্পের মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হয়। তবুও থেমে নেই এর কার্যক্রম।
স্থানীয় দাতা সদস্যদের সহযোগিতায় এটি ২০২১ সাল পর্যন্ত অব্যাহত রাখতে প্রতিটি ইউনিয়নে সিএমসি, ইউনিয়ন পরিষদ ও ব্রেকিং দ্য সাইলেন্সের সাথে ত্রৈপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর ও উপকরণ হস্তান্তর হওয়ায় বর্তমানে এটি কমিউনিটির উদ্যোগে পরিচালিত হচ্ছে’।