প্রেস বিজ্ঞপ্তি : বিবিসি ফাউন্ডেশন সাতক্ষীরার ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল আলম বিবিসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসি ফাউন্ডেশন সাতক্ষীরা এর উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক (এমপি),
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন), সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার (এমপি), সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাতক্ষীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক আশরাফুল আলম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন কাউসার, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠতা ও চেয়ারম্যান সম্মানিত উপদেষ্টা মÐলীকে আন্তরিক ধন্যাবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুজিব সৈনিক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছেন। আমিও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন দেখি তাই সাতক্ষীরার অসহায় অবহেলিত মানুষের পাশে থাকার জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। সংগঠনের সম্মানিত উপদেষ্টা মÐলীগণ উপদেষ্টা হওয়ার সম্মতি দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। আমি সংগঠনের সদস্য ও অন্যান্য সকলে অন্তরিক ধন্যবাদ জানাই’।