Site icon suprovatsatkhira.com

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় সদরের বিনেরপোতা এলাকার মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোকনূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ পানি ও লবণাক্ততা সইতে পারে এবং এর ফলন বেশি হয়। কৃষকরা যদি বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ এর বীজ ব্যবহার করলে অধিক ফলনে লাভবান হবে’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, এআরই বিভাগ বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ প্রমুখ।

মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর বৈশিষ্ট্য সম্পর্কে কৃষক-কৃষাণীদের ধারণা দেয়া হয়। বিনা তিল স্বল্প জীবনকাল, লবণাক্ততা সহনশীল, উচ্চ ফলনশীল, বীজের রং কালো, তেলের পরিমাণ বেশি-৪৫-৪৮%, মধ্যম আকারে জলাবদ্ধতা সহনশীল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version