ডেস্ক রিপোর্ট: বন্ধুদের সমন্বয়ে গঠিত হয়েছে “বন্ধুজন-৯৭” সাতক্ষীরা পলাশপোল স্কুলের ১৯৯৭ ব্যাচের ছাএদের প্রাণের সংগঠন “বন্ধুজন-৯৭” এর প্রথম বার্ষিক কমিটি গঠিত হয়েছে।
সংগঠনের সদস্যদের উদ্যোগে শনিবার (২০ জুন) সন্ধ্যায় শহরের খান প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি গঠিত হয়।
এ সময় সকলের সম্মতিক্রমে খান নাঈম হোসেন সুমন কে সভাপতি, মোঃ হামিদুর ইসলাম কে সাধারণ সম্পাদক, মোঃ জামাল উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর হোসেন কে অর্থ সম্পাদক ঘোষণা করা হয় ।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ও ৯৭ ব্যাচের ডা: জয়ন্ত, ফারজানা ক্লিনিকের চিকিৎসক ডা: মফিজ, মনিরুল, প্রিনস ও শ্যামল উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/