Site icon suprovatsatkhira.com

প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরায় ফের ১৬ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া/চুরি হওয়া ১৬ টি মোবাইল প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি হস্তান্তর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, ‘উদ্ধারকৃত মোবাইল গুলির মধ্যে ২০১৭ সালে ১ টি এবং অবশিষ্ট ১৫ টি মোবাইল ২০১৯ হতে ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় হারিয়ে যায়/চুরি হয়। মোবাইল মালিকদের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহামন পিপিএম (বার) এঁর দিকনির্দেশনায় মোবাইল গুলি সাতক্ষীরা, যশোর, নড়াইল, পটুয়াখালী, কুমিল্লা, গাইবান্ধা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উদ্ধার করা হয়। তবে করোনা সংক্রমণজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে মোবাইল উদ্ধার কাজ কিছুটা বিঘিœত হচ্ছে। এছাড়া হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে’।

তিনি আরও জানান, ‘এ পর্যন্ত উদ্ধারপূর্বক ৫শ’ ১৯ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে এবং ২১ টি মোবাইলের প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় এখনও হস্তান্তর করা সম্ভব হয়নি’। এ সময় তিনি মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিদের মোবাইল উদ্ধারের ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি যারা এখনও জিডি করেননি তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version