Site icon suprovatsatkhira.com

পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ গাজীপুরের উপ-পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিনিধি: পুলিশ সুপার (এসপি) পদ মর্যদার ২১৫ জন কর্মকর্তার দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। পুলিশ সদরদপ্তর, জেলা এবং বিভিন্ন বিভাগে কর্মরত এসপিদের রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।উক্ত প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ ইলতুৎ মিশ বাংলাদেশ পুলিশের ২৪ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজবাড়ির পানসি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এর আগে তিনি সাতক্ষীরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন পদে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরার কর্মরত অবস্থায় একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, দুই পুত্র সন্তান ও এক কণ্যার জনক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version