Site icon suprovatsatkhira.com

নারী নেত্রী মমতাজুন নাহার ঝর্নার ২য় মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে নারী নেত্রী মমতাজুন নাহার ঝর্নার ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সোমবার তার পরিবারের পক্ষ থেকে কোরখানি, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, জিএম ওয়াহিদ পারভেজ, শেখ আহসান হাবিব ছোট, কাজী শাহাহান কবীর সাজু, নারী নেত্রী শিমুল শামস, ইসমত আরা প্রমূখ অংশ নেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।
তার স্মৃতিচারণ করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ বলেছেন, মমতাজুন নাহার ঝর্না আমাদের অভিভাবক হিসেবে কাজ করতেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রয়াত এই নেত্রীর স্মৃতিচারণ করে বলেন, মমতাজুন নাহার ঝর্না আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন।
আর জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেছেন মমতাজুন নাহার ঝর্না মৃত্যুর আগ পর্যন্ত জেলা মহিলা সংস্থার নেতৃত্ব দিয়ে নারী সমাজের উন্নয়নে কাজ করে গেছেন।
পরিবারের সদস্যরা আজীবন সমাজের জন্য কাজ করে যাওয়া নারী নেত্রী মমতাজুন নাহার ঝর্নার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তৎকালীন সাতক্ষীরা কলেজের প্রয়াত অধ্যাপক শেখ শামসুর রহমানের স্ত্রী প্রয়াত নারী নেত্রী মমতাজুন নাহার ঝর্না তিন মেয়ের গর্বিত জননী।
এদের মধ্যে বড় মেয়ে জেমিনি সুলতানা মিথুন ঢাকা কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, মেঝ মেয়ে শিমুল শামস সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ছোট মেয়ে এনথেনা সুবহা শামস বাঁধন লন্ডন প্রবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version