শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ গ্রামের শফিকুল ইসলামের শিশু কন্যা মোছা: সাদিয়া খাতুন (৯) বাঁচতে চায়। তার ১টি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অপরটিতে তার প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া এই শিশু বয়সেই তার হার্ট ছিদ্রসহ বাম পাশের পাঁজরের ৩টি হাড় নষ্ট হয়ে গেছে। শিশু সাদিয়া বর্তমানে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে ডা. সঞ্জয় কুমারের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন।
শিশু সাদিয়ার অসহায় দিনমজুর পিতা শফিকুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে এ প্রতিবেদককে জানান, ‘আমি সামান্য দিন মজুরের কাজ করি। কাজ না করলে চুলা জ্বলে না। এত অভাব অনাটনের মধ্যে অর্থের অভাবে মাত্র ৯ বছর বয়সে আমার মেয়েটির জীবন প্রদীপ নিভে যেতে বসেছে। আমার পক্ষে শিশু কন্যা সাদিয়ার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। আমি মনে হয় আমার মেয়েকে বাঁচাতে পারব না। চিকিৎসার অভাবে আমার মেয়েটি মারা যাবে’।
এমতাবস্থায় শিশু সাদিয়াসহ তার অসহায় পরিবার তাকে বাঁচাতে সরকারি-বেসরকারি দাতা সংস্থা, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। তাকে সাহায্য করার জন্য ০১৭৮৮-৪৬০৯৭৮ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করা যাবে।