Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিশ্ব মা দিবস ও করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় বিশ্ব মা দিবস পালন ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে কাজ করার অনুরোধ জানানো হয়। এছাড়া বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেললে ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেও জানানো হয়। প্রতিটি পরিবারে বিশেষ করে মায়েদের ভূমিকা বেশি উল্লেখ করা হয়। এমনকি মায়েরা যাতে নিরাপদ থাকে এবং বাকিদের নিরাপদে রাখতে পারেন সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version