এমএ মামুন, দেবহাটা : দেবহাটায় ইজিবাইক চালক মনিরুল ইসলামের হত্যাকন্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। শুক্রবার (২৬ জুন) রাতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও হত্যার ঘটনার বিভিন্ন বিষয়ে প্রাথমিক তদন্ত করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, এ ঘটনায় অপরাধী যেই হোক আর যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি বিষয়ে খতিয়ে দেখে অপরাধীদের দ্রæত সময়ে আটক করার নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এস আই আশিক সহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে মনিরুল ইসলাম(৩৫) ইজিবাইক চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে ফেরেনি। পরদিন শুক্রবার (২৬ জুন) সকালে স্থানীয়রা তাকে সখিপুর টেলিফোন টাওয়ার এলাকায় পাকা রাস্তার পাশে একটি সবজি ক্ষেতে গলায় প্লাস্টিকের রশি পেঁচান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবহাটা থনা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা (নং-০৯) দায়ের করেন।
দেবহাটায় ইজিবাইক চালক মনিরুল হত্যাকারীদের দ্রুত আটকের নির্দেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/