সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে আম্ফান দূর্যোগ ও করোনা মহামারীর মধ্যেও চলছে ভূমি দস্যুদের জমি দখলের মহাউৎসব। সকাল হতেই তারা মরিয়া হয়ে নদীতে নেমে পড়েছেন দখলের কাজে। শ্যামনগরের সর্ববৃহৎ হাট-বাজার নওয়াবেঁকী বাজার তথা খোলপেটুয়া নদীর পশ্চিম ক‚লে অবস্থিত বিশাল জাইগা জুড়ে যে চরটি রয়েছে সেদিকেই দখলবাজদের লোলুপ দৃষ্টি।
বাজার ব্যাবস্থাপনা কমিটির সেক্রেটারী ও ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ কামাল উদ্দিনের বাড়ির সামনে ও দোকানের পাশে কোনো বাধা ছাড়াই দিনের পর দিন ওয়াপদার চর থেকে মাটি কেটে আসছে দখলদার। চরের মাটি খুঁড়তে খুঁড়তে। মিনি পুকুর কেটে ফেলেছে দখলে সহায়তাকারী শ্রমিকরা। চরের মাটি ব্যবহার করা হচ্ছে ঐ চর দখলের কাজে। খোঁজ নিয়ে জানা গেছে এইবারের যে স্থানের চরটি দখল করা হচ্ছে তার নায়ক সামাদ গাজী।
তিনি বিড়ালাক্ষী গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসের সঠিক নজরদারী না থাকায় ও বাজার ব্যবস্থাপনা কমিটির ছত্রছায়ায় এসব দখলবাজরা চরের জমি দখল করে আসছে। স্থানীয় প্রশাসন দেখভাল না করলে খুব দ্রæতই দখল হয়ে যাবে খোলপেটুয়া নদীর পশ্চিম ক‚লের এই বিশাল চর। নদী হারাবে তার গভীরতা ও সৌন্দর্য। যত দ্রæত সম্ভব এর প্রতিকার চেয়ে স্থানীয় মানুষদের দাবি উপজেলা ও জেলা প্রশাসন বিষয়টি দেখবেন কি?