জুন ৫, ২০২০
তালায় বিশ্ব পরিবেশ দিবসে তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে পাখির জন্য অভয় আশ্রম
তালা প্রতিনিধি : করোনা সংকটে বিপর্যস্ত পরিস্থিতিতেই তালা উপজেলায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২০। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘প্রকৃতির জন্য সময়’। এছাড়া দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। এ কারণে প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার জাঁকজমকভাবে দিবসটি পালনের সুযোগ হয়নি। তাই ব্যতিক্রম ভাবে তালা উপজেলায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ আম্পানের আঘাতে মানুষ যেমন ঘরবাড়ি হারিয়েছে, ঠিক তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিরাও হারিয়েছে তাদের ঘরবাড়ি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংক পাখিদের জন্য করেছেন অভয় আশ্রম। তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তালা ব্লাড ব্যাংক এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাখির জন্য অভয় আশ্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে পাখির অভয় আশ্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের এই ভিন্ন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তালা ব্লাড ব্যাংক রক্ত দানের পাশাপাশি সকল ধরনের কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে। আমরা দেখেছি করোনা ভাইরাস প্রতিরোধে তাদের কার্যক্রম। সকাল থেকে রাত অবধি ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে জীবাণু নাশক স্প্রে , সামাজিক দুরত্ব বজায় রাখতে গ্রামে গ্রামে মাইকিং করতে। এমনি ভাবে বিগত দিনের মত আগামী দিন গুলোতেও তালা ব্লাড ব্যাংক সব সময় সবার পাশে থাকবে সেই আশা ব্যক্ত করেন তিনি। অভয় আশ্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা সদর প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদি, তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার, এস এম নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন সৈকত, অসীম রায়, মডারেটর মঈনুল ইসলাম, কামরুল ইসলাম মাহিন, অমিত বিশ^াস, জুবায়ের ইসলাম, তালা বøাড ব্যাংকের স্বেচ্ছাসেবক জয়স্ত শীল মিন্টু, সৌমিক, শামীম, রাজা, তানভীর, নাজমুল, সবুজ, আব্দুল্লাহ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণের জন্য তালা ব্লাড ব্যাংকের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এসময় তিনি সকল ধরনের ভালো কাজের উদ্যোগে তালা উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন। উদ্বোধন শেষে তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক সবুজ, রাজা, জুবায়ের, নাজমুল এবং আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে শতাধিক কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়। 8,615,305 total views, 6,962 views today |
|
|
|