জুন ৮, ২০২০
তালায় পাট ক্ষেত নষ্ট করে ফসলি জমির মাটি ইট ভাটায় নেওয়ার অভিযোগ
তালা প্রতিনিধি : তালা উপজেলার মদনপুর গ্রামে ফলন্ত পাটক্ষেত নষ্ট করে ফসলি জমির মাটি লরিতে করে ইট ভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে হামিদুর রহমান লিটনের বিরুদ্ধে। তিনি উপজেলার মদনপুর গ্রামের মৃত আকিম উদ্দীন শেখের ছেলে। একই এলাকার ভুক্তভোগী মাহফুজুর রহমান জানায়, ‘আমার চাষকৃত পাট ক্ষেতের উপর দিয়ে ফসলি জমির মাটি লরিতে করে ইট ভাটায় বহন করছে অর্ধ ডজন মামলার আসামি হামিদুর রহমান লিটন। তাকে বাঁধা দিতে গেলে একই এলাকার এক পুলিশ কর্মকর্তার নির্দেশে মাটি কাঁটা হচ্ছে বলে জানায়। তার কাজে বাঁধা দিলে খুব খারাপ হবে বলে হুমকিও প্রদান করেন তিনি’। এলাকাবাসী জানায়, হামিদুর রহমান লিটন অর্ধ ডজন মামলার আসামি। নিজের স্বার্থ হাসিল করতে গ্রামের জনসাধারণকে ভয় দেখান এক ঊর্ধ্বতন পুলিশ কর্তার। সে এলাকা হতে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেছে। বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মুচলেকা দিয়ে সে যাত্রায় রেহায় পান হামিদুর রহমান লিটন। কিন্তু এর কিছু দিন পরে অবৈধ ভাবে ফসলি জমির (টপ সয়েল) উর্বর অংশ কেঁটে ইট ভাটায় বিক্রি শুরু করেন তিনি’। এ বিষয়ে হামিদুর রহমান লিটনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্দ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ‘কেউ নিজের জমির মাটি কাটলে তাঁর কিছু করার নেই। তবে অন্যর জমির ফসল নষ্ট করা আইনত অপরাধ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব’। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ‘তার কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’। 8,615,086 total views, 6,743 views today |
|
|
|