Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় ফেরিওয়ালার ছেলে পেলেন গোল্ডেন এ প্লাস

ঝাউডাঙ্গা প্রতিনিধি : দারিদ্র্যতাকে জয় করে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ফারদিন আহম্মেদ। সে ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের ফারুক আহম্মেদ ও ফাহিমা বেগমের ছেলে। তার বাবা সাইকেল চালিয়ে ভ্যারাইটিজ মালামাল ফেরি করে বিভিন্ন গ্রামে বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ছেলের লেখাপড়ার খরচ জুগিয়েছে। এ বছর ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এর আগে ফারদিন ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় এ প্লাস পেয়েছিল বলে জানায় তার বাবা। ছেলেকে পড়ালেখা করাতে হিমশিম খেয়ে উঠছে বলেও জানান তিনি। ওই ছাত্রের বাবা ফারুক আহম্মেদ প্রতিবেদককে বলেন, ‘আমার ছোট্ট একটি কর্ম। কোনোদিন বেচা বিক্রি হয় আবার কোনোদিন খালি পকেটে বাড়ি ফিরতে হয়। ঠিক মত খাবারও জোটে না। এই অভাব অনাটনের ভিতরে ছেলেকে পড়ালেখা করাতে আমার পক্ষে খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। আমার ছেলে মেধাবী হওয়া সত্তে¡ও আমি তার লেখাপড়ার খরচ চালাতে ব্যর্থ হচ্ছি। যদি সমাজের বিত্তবানরা যদি আমার ছেলের পড়ালেখার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমার ছেলে লেখাপড়া করে একদিন সাতক্ষীরাবাসীর মুখ উজ্জ্বল করবে’। ফারদিন আহম্মেদ ভবিষ্যতে বুয়েট ইঞ্জিনিয়ার হতে চায়। সে তার সাফল্যের জন্য শিক্ষক, পিতা, মাতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version