Site icon suprovatsatkhira.com

জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায়   পাটকেলঘাটা ডাকবাংলো ও কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য  মাহফুজা সুলতানা, সদস্য কাজী নজরুল ইসলাম(হিল্লোল), পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওয়াহেদ মোর্শেদ এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  এস,এম খলিলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিগন। অনুষ্ঠানে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দুস্থ ও অসহায় চার শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম   করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সকলকে অনুরোধ জানান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version