নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ মোট ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৯৫ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্য হাফিজুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ সদস্য আশরাফুল ইসলাম, কলারোয়া উপজেলার শহিদুল ইসলাম, তালা উপজেলার মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলার বেলেডাঙ্গা বাজার এলাকার নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মমরেজপুর এলাকার নাইম হোসেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নাছির উদ্দীন, একই এলাকার সৈয়দ মিজানুর রহমান, পুরাতন সাতক্ষীরার এলাকার প্রদীপ দত্ত ও ইটাগাছা এলাকার দীপঙ্কর। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৯৫ জনের করোনা পজিটিভ ও বাকি সব রিপোর্ট নেগেটিভ এসেছে।