Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হজরত মাও. মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে আম্পান বিদ্ধস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলা পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার (০২ জুন) দিনব্যাপী শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, ঘোলা, পদ্মপুকুর, গড়, গাবুরা, বুড়িগোয়ালীনি, লেবুবুনিয়া, দাতিনাখালী এর বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন প্লাবিত গ্রামের মানুষের সাথে স্বাক্ষাত করেন নেতৃবৃন্দ। তারা এসব এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শনের সময় বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার ছদর (সভাপতি) শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা সভাপতি মাও. আবু বক্কার সিদ্দিক, বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি উপজেলা ছদর (সভাপতি) মো. শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মো. ইয়াহহিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা সভাপতি মো. শফিকুল ইসলাম সহ শ্যামনগর ও আশাশুনি উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। ইসলামী আন্দোনল বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানানো হয়েছে। সেই সাথে সরকারকে দুর্গত মানুষের জন্য জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version