জুন ১৪, ২০২০
খাজরায় প্রথম করোনা জয়ী পরিবারকে ফুলেল শুভেচ্ছা
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে তুয়ারডাঙ্গা গ্রামে প্রথম করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে একটি পরিবার বাড়ি ফিরায় আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার(১৪মে) দুপুরে তুয়ারডাঙ্গা গ্রামের প্রভাস চন্দ্র গাইনের ছেলে সঞ্জয় গাইন,পুত্র বধু শিউলি গাইন,সঞ্জয় গাইনের শিশু পুত্র হৃদয় গাইনকে আশাশুনি উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল,ফল ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে পরিবারটিকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 8,962,936 total views, 18,686 views today |
|
|
|