জুন ১৯, ২০২০
কৃষ্ণনগরে প্রথম করোনা শনাক্ত ব্যক্তির বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের শংকরপুর গ্রামে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরুল ইসলামের কৃষ্ণনগর বাজারস্থ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ৫টি দোকান লকডাউন করা হয়েছে। জানা গেছে, নজরুল ইসলাম গত কয়েকদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৯ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন কর্তৃক তার নমুনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে। করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন ঘোষণার সময় এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই অনুপ কুমার, এসআই গোবিন্দ, এএসআই জামাল উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান প্রতিনিধি সাফিয়া পারভীন, ইউপি সদস্য সাইফুল রহমান ঢালী, করোনা এক্সপার্ট টিমের সদস্য ডা. সালাউদ্দিন, শাহনেওয়াজ সৈকত, গ্রাম পুলিশ মোসলেম আলী ও মারুফ হোসেন উপস্থিত ছিলেন। 8,953,570 total views, 9,320 views today |
|
|
|