জুন ১৫, ২০২০
কাশিমাড়িতে বেড়ি বাঁধ সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কাশিমাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী। সোমবার (১৫ জুন) বেড়ি বাঁধ সংস্কারে ৪ সহস্রাধিক স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়ি বাঁধ সংস্কারে এলাকাবাসী অংশগ্রহণ করেন। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন ‘শ্যামনগর উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে’। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভাঙন কবলিত স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লবণ পানিতে প্লাবিত কাশিমাড়ি ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং অনতি বিলম্বে সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন। 8,961,070 total views, 16,820 views today |
|
|
|