জুন ২৯, ২০২০
কালিগঞ্জে জোরপূর্বক সরকারি খাল ভরাটের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে সরকারি খাল জোরপূর্বক ভরাট করে পানি সরানোর পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির সম্মুখীন হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সুকুমার মোদকের ছেলে দেবাশীষ মোদক জানান, একই এলাকার আক্কাজ আলী গাজীর ছেলে নুর ইসলাম গাজী সরকারি খাল গায়ের জোরে মাটি ভরাট করে বন্ধ করে দিয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ওই এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার গাছপালা মারা যাচ্ছে। এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকায় পানিবাহিত রোগ হওয়ারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অনুলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি নিরসনে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 8,641,358 total views, 6,357 views today |
|
|
|