জুন ১৩, ২০২০
কালিগঞ্জে জেলেদের জালে আটক কচ্ছপটি নদীতে অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদী থেকে জেলেদের জালে আটক হওয়া বিশাল আকৃতির বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ নদীতে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন বসন্তপুর বিজিবি ক্যাম্পের পাশে কালিন্দী নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন। এ সময় তিনি বলেন, শুক্রবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আল-আমিন নদীতে মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে বিলুপ্ত প্রজাতির এই কচ্ছপটি। পরবর্তীতে সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরে বসন্তপুর ভূমি অফিসের অফিস সহায়ক সাধন কুমার বিশ্বাস ও গ্রাম পুলিশ সেলিম হোসেনের মাধ্যমে কচ্ছপটি অবমুক্ত করার জন্য জেলের বাড়িতে রাখার নির্দেশ দেওয়া হয়। শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীদের সামনে বসন্তপুর বিজিবি ক্যাম্পের পাশে কালিন্দী নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে হবে। কোন ভাবেই খাওয়া বা বিক্রির জন্য বন্যপ্রাণী সংরক্ষণ করা যাবে না। যদি কেউ এ ধরনের কাজে জড়িয়ে পড়ে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,960,054 total views, 15,804 views today |
|
|
|