Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে করোনায় মৃত্যু সন্দেহে ৫ বাড়ি লকডাউন দ্বিমত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার

নিজস্ব প্রতিনিধি : করোনা আতঙ্কের মধ্যে কালিগঞ্জে রেজাউল ইসলাম রেজা (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে নিজ বাড়িতে মারা যান মৃত আব্দুর রহমানের ছেলে রেজাউল ইসলাম রেজা।
এদিকে করোনা উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে এমন কারণ দেখিয়ে তার বাড়িসহ ৫ টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসনের ব্যানার টানিয়ে দিয়েছেন মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন সোহেল ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা। তবে নিহত যুবকের মধ্যে করোনা উপসর্গ ছিল না জানিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, নিহত ব্যক্তির বাড়ি লকডাউনের ব্যাপারে আমি প্রশাসনের কাছে সুপারিশ করিনি। বরং আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বাড়ি লকডাউন না করে সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী এলাকার মানুষকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলার ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছিলাম। অযথা বাড়ি লকডাউন করে দেয়াটা নিত্যান্তই বাড়বাড়ি ছাড়া আর কিছুই না।
মথুরেশপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন সোহেল বলেন, সকালে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে রেজাউল ইসলাম রেজার নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ৫ টি বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, যদিও করোনায় মারা গেছে এমনটা নিশ্চিত হওয়া যায়নি তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫ টি বাড়ি লকডাউন করে দিয়ে বিষয়টি থানায় ফোন করে জানিয়েছিলাম। অযথা ৫ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখাটা উচিত হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে দেখি কী করা যায়।
সম্প্রতি কুশুলিয়া ইউনিয়নের করোনা এক্সপার্ট টিমের সদস্যরা ভারত থেকে বৈধ পাসপোর্টে দেশে আসা ব্যক্তি এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে আসা কয়েকজনের বাড়ি লকডাউন করে দিয়েছেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান বলেন, লকডাউনের ব্যাপারে থানা প্রশাসন কিছুই জানে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। করোনা এক্সপার্ট টিমের দাবি হাসপাতাল থেকে মত দেওয়া হয়েছে। সেটা যাচাই করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version