নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ওমর ফারুক (৬০) নামে এক গ্রাম্য ডাক্তারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের শানপুকুর (স্বর্ণকার পাড়া) এলাকার মৃত বাহার আলী গাজীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, বেশ কিছুদিন পূর্বে ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দেয়। কিন্তু তিনি তথ্য গোপন করে বাড়ি ছিল। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শনিবার (২৭ জুন) সকালে ওই ব্যক্তির বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ করি এবং তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেই। এরপর একইদিন অনুমান বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী ওই ব্যক্তির মধ্যে করোনার সকল প্রকার উপসর্গ ছিল বলে জানান তিনি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/