Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের ইন্দ্রনগর মাদ্রাসায় রাতের আধারে অফিসের তালা ভেঙে চুরি সংঘটিত

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে যে কোন সময় মাদরাসা অফিস কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র। মঙ্গলবার সকালে মাদ্রাসায় যেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। চোরচক্র মাদ্রাসায় ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকাসহ বিভিন্ন দামি জিনিসপত্র না নিয়ে ইন্টারনেটের কাজে ব্যবহৃত খুব স্বল্প মূল্যের একটি রাউটার নিয়ে গেছে।

তিনি আরও জানান, মাদ্রাসার গুরুত্বপুর্ণ কাগজপত্র সংরক্ষিত আলমারির তালা খোলার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বড় ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া গেছে। এদিকে চুরির খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন। ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version