কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব আতঙ্কিত। এর থেকে বাঁচতে মানুষ বিভিন্ন পথ অবলম্বন করছে। তেমনি ভাবে চা পান করার জন্য চায়ের দোকানে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের কাপ। যা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কলারোয়া বাজার সহ উপজেলার প্রায় সকল ইউনিয়নের চায়ের দোকানে হর হামেশাই ব্যবহার হচ্ছে এই কাপ। ব্যবহারকারীরা ইচ্ছে মত ফেলে দিচ্ছে। যেখানে সেখানে ঘর অথবা দোকানের আনাচে-কানাচে আর তাতে পানি জমাট বেধে জন্ম নিচ্ছে মশা। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি এ ছাড়াও এই প্লাস্টিক পচনশীল নয়। যার কারণে এটি পরিবেশের জন্য হুমকি। চা দোকানিরা জানান, ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনটাইম কাপে করে চা বিক্রি করছি। চায়ের ব্যবহৃত কাপ গুলো নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করেন কিনা এমন প্রশ্ন করলে বলেন না চা কাপে দিই খরিদদার চা পান করে ইচ্ছে মতো যেখানে খুশি ফেলে যায়।
এভাবে যেখানে সেখানে প্লাস্টিকের জিনিস ফেলায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করেন এলাকার স্বাস্থ্য সচেতন মহল।