Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় জরাজীর্ণ সড়কে পথচলা দায়: সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার : কলারোয়া সরকারি কলেজ থেকে খাদ্য গুদাম মোড় পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহা সড়কের জরাজীর্ণতার কারণে রোদে ধুলা আর বর্ষাকালে কাদা পানিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়রা জানায়, ‘গ্রীষ্মকালে ধুলা ও বর্ষাকালে প্রচুর পরিমাণে কাঁদা/পানি যেভাবে দিনকে দিন বেড়ে চলেছে তাতে রাস্তায় চলাচল করা দুর্বিষহ হয়ে পড়েছে। এ এলাকার রাস্তার ধারের বিভিন্ন দোকান, ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সাধারণ জনগণ, পথচারী সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। মূলত রাস্তা সংস্কার না করার কারণেই এই ধুলো এবং কাঁদা/পানির উৎপত্তি বলে জানান তারা।

বর্তমানে বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তায় কাদা পানিতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানায়, ‘রাস্তায় বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে কাদা পানির সৃষ্টি হচ্ছে। রাস্তা দিয়ে যখন বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে তখন ওই গর্তের পানি ছিটকে আমাদের দোকানে প্রবেশ করে পোশাকসহ মালামাল নষ্ট হয়ে যায়’। এর থেকে পরিত্রাণের জন্য প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version