জুন ১৬, ২০২০
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে জেলায় ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধি : দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় ৩ হাজারের অধিক মামলায় মোট ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলাব্যাপী সচেতনতামূলক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে ৮ টি অভিযানে ৪২ টি মামলায় ১৮ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরা জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমে যাচ্ছে সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা। ফলে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় নতুন করে ৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৭০ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে ১ হাজার ২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন, ৫১ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ৫৭ জন আইসোলেসনে আছেন। করোনা ভাইরাস মোকাবেলায় জেলায় সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ৮ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ২৪ টি । সরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৬শ’ ৩১ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৪শ’ ২০ টি । কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৫৪ টি। সাতক্ষীরাতে সরকারি ডাক্তারের সংখ্যা ১শ’ ২৩ জন এবং বেসরকারি ডাক্তার ১শ’ ৩০ জন। এছাড়া সরকারি নার্সের সংখ্যা ২শ’ ৮৯ জন এবং বেসরকারি নার্সের সংখ্যা ২শ’ ৪০ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মোট ৭ হাজার ৪শ’ ১৪ টি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলায় ২লক্ষ ৬ হাজার ৯শ’ মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ কার্য (নগদ) হিসেবে মোট ১ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা এবং পৌরসভার অনুক‚লে মোট ১ কোটি ২০ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং বর্তমানে জেলা পর্যায়ে মজুদ আছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া ত্রাণ কার্যে ২ হাজার ৫শ’ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে উপজেলা এবং পৌরসভার অনুক‚লে ২ হাজার ৩শ’ ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং বর্তমানে মজুদ আছে ১শ’ ১৫ মেট্রিক টন চাল। শিশু খাদ্য হিসেবে মোট ৩৪ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৩১ লক্ষ টাকা উপজেলা এবং পৌরসভার অনুক‚লে বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে জেলা পর্যায়ে মজুদ আছে ৩ লক্ষ টাকা। মঙ্গলবার (১৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 8,471,959 total views, 3,575 views today |
|
|
|