নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এই অভিযানের উদ্বোধন করেন। প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনকালে সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতি চলছে। করোনা পরিস্থিতির মধ্য দিয়েই ডেঙ্গু মোকাবেলা করতে হবে। ডেঙ্গু ছড়িয়ে পড়ার আগে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করে দিতে হবে। এক্ষেত্রে সচেতন সাতক্ষীরাবাসীকে এগিয়ে আসতে হবে। প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শুরু হওয়া অভিযান উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শফিক উদ্দৌলা সাগর প্রমুখ।