জুন ২১, ২০২০
করোনাকালে সাতক্ষীরায় বিনামূল্যে সেঞ্চুরী একাডেমির সবজি বিতরণ অব্যহত
নিজস্ব প্রতিনিধি: এজাজ আহমেদ স্বপন। মহামারী করোনা সংকটকালে তার উদ্যোগ প্রসংসিত হয়েছে সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে। করোনায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতে গত তিন মাস ধরে প্রায় এক হাজার দরিদ্র মানুষকে প্রতিদিন বিনামূলে সবজি বিতরণ করে আসছেন। শহরের শহীদ নাজমুল সরণির সরকারি গার্লস হাইস্কুলের সামনে বিতরণ করা হয় নানা রকমের সবজি। গরীব মানুষ প্রয়োজন মতো কয়েক প্রকার সবজি সেখান থেকে নিয়ে যান প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত। 8,958,856 total views, 14,606 views today |
|
|
|