Site icon suprovatsatkhira.com

উপসর্গ না থাকলেও কৌতুহলবশত পরীক্ষা করার পর কালিগঞ্জে যুবকের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি: কোন প্রকার উপসর্গ না থাকলেও কৌতুহলবশত পরীক্ষা করার পর কালিগঞ্জে রাজু হোসেন (৩৪) নামে এক যুবক করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

করোনা আক্রান্ত রাজু হোসেন মুঠোফোনে এ প্রতিনিধিতে জানান, তিনি সাতক্ষীরায় গৃহশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়াতেন। দেশব্যাপী লকডাউন শুরু হলে তিনি বাড়িতে চলে আসেন। সে সময় থেকেই তিনি বাড়িতে অবস্থান করছেন। শরীরে কোন প্রকার করোনা উপসর্গ না থাকলেও কৌতুহলবশত গত ১১ জুন তিনি করোনা পরীক্ষার উদ্যোগ নেন। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানতে পেরেছেন। বর্তমানে শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১১ জুন ওই যুবকের নমুনা খুলনা পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। রবিবার (১৪ জুন) তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। এ পর্যন্ত উপজেলায় মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, করোন আক্রান্ত রাজু হোসেনের বাড়ি লক ডাউন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version