Site icon suprovatsatkhira.com

ইউএনও’র শ্রীউলার প্লাবিত এলাকা পরিদর্শন ও অনুদান প্রদান

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : সুপারসাইক্লোনে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত আশাশুনির শ্রীউলা ইউনিয়নের ভেঙ্গে যাওয়া খোলপেটুয়া নদীর হাজরাখালী গ্রামের বেড়িবাঁধ ভাঙনে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
সোমবার (২২ জুন) বিকালে হাজরাখালি বাঁধে হাজির হয়ে তিনি বাঁধে আশ্রিত মানুষের খোঁজখবর নিয়ে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় বাঁধ মেরামতের কার্যক্রম পরিদর্শন ও অগ্রগতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। মাড়িয়ালা থেকে হাজরাখালী পর্যন্ত এলজিইডি’র রাস্তার পাঁড় ভেঙ্গে যাওয়ায় জরুরী পাঁড় বাঁধাসহ রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোয়ারের পানিতে ভেসে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সানার কবরের লাশ বেরিয়ে যাওয়ায় তার লাশ পার্শবর্তী মাড়িয়ালা প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করাসহ প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলের হাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে দাফনের জন্য অনুদান এবং সরকারী ত্রাণের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এছাড়া মাস্ক পড়া ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাইকে সচেতন করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version