খাজরা/বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে নদী থেকে অবৈধভাবে ধরা বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা আহরণকারী ৫ জনকে জরিমানা ও জব্দকৃত ২০ হাজার পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২১ মে) সকালে বড়দল বাজারে রেণু পোনা কেনা-বেচার অস্থায়ী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
অভিযানে ৫ ব্যবসায়ীর কাছ থেকে নদীতে নেটজাল ফেলে অবৈধভাবে ধরা ২০ হাজার রেণু জব্দ করা হয়। বিজ্ঞ আদালত অবৈধভাবে নদী থেকে মাছের রেণু ধরা, বিক্রি ও পরিবহণ করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক বুধহাটা গ্রামের রেণু ব্যবসায়ী শাহীন কে ২ হাজার, কাদাকাটি গ্রামের মোকাররাম হোসেন কে ২ হাজার, মহিষাডাঙ্গা গ্রামের নিমাই বিশ্বাসকে ৩ হাজার, দলুয়া গ্রামের লিয়াকত আলীকে ১ হাজার, ডুমুরপোতা গ্রামের আছাফুর গাজীকে ৩ হাজার টাকা ও মাস্ক পরে না থাকায় দÐবিধি ২৬৯ ধারায় রাউতাড়া গ্রামের আব্দুল গফুরকে ১শ’ টাকা জরিমানা করে আদায় করেন। এছাড়া রেণু বহনকারী ড্রামগুলি বিনষ্ট করে আটককৃত ২০ হাজার রেণু পোনা কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়।
অভিযান চলাকালীন বিজ্ঞ আদালত নদী থেকে অবৈধভাবে সকল প্রকার রেণু পোনা ধরা থেকে বিরত থাকতে ও করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে সচেতন করেন। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পেশকার আব্দুর রশিদ ও এসআই কবিরসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ৫ রেণু ব্যবসায়ীকে জরিমানা: জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/