Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিং, জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির উপর রেজিষ্ট্রেশন এবং রেফারাল ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাস্তবায়নে ৩ টি ব্যাচের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমন্বয়কারী (ন্যাশনাল ভায়া সেন্টার) মো. দারাশিকো মোল্যা।
আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাসের পরিচালনায় ৩০টি কমিউনিটি ক্লিনিকে সেবাদানকারী ৩০ জন সিএইচসিপির অংশগ্রহনে ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষে সকলকে সনদপত্র প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version