Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যক্তির জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি আদেশ অমান্য করায় ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) দুপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে উপজেলার আনুলিয়া, বড়দলসহ বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।

বিজ্ঞ আদালতে সরকারি নির্দেশ অমান্য করা ও মুখে মাক্স না থাকায় বড়দলের শাহিনুর গাজীকে ২০০ টাকা, ডুমুরপোতা গ্রামের বাদশা সরদারকে ১০০ টাকা, আনুলিয়া গ্রামের মোক্তার হোসেনকে ১০০ টাকা ও জসিমকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখা ও মুখের মাস্ক ছাড়া না চলার নির্দেশ প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version