Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মার্কস কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস ও মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ। এ সময় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন ব্যাপক প্রচারণার প্রয়োজন। সে জন্যে প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র, উঠান বৈঠক, হাসপাতালের স্বাস্থ্য কর্ণারে ও সুযোগ মত সব স্থানে প্রচারণা প্রয়োজন। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, বারবার সাবান বা হ্যাÐ স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, মাস্ক মুখে দিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version