জুন ১৯, ২০২০
আশাশুনিতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির ছাত্রী
দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ম শ্রেণির ছাত্রী। বিজ্ঞ আদালত ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে বাবা-মাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুন) দুপুরে আশাশুনির দরগাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আবুল কালামের ৯ম শ্রেণিতে পড়–য়া মেয়ের বিয়ের আয়োজন করে অভিভাবকরা। বিয়েতে দুই শতাধিক মানুষের খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। বাল্য বিবাহের খবর পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন। বিজ্ঞ আদালতে মেয়ের বাবাকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং ওই ছাত্রী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবনা মর্মে অভিভাবকদের থেকে মোচলেকা গ্রহন করেন। উপস্থিত ছিলেন এসময় আশাশুনি থানার এএসআই আলমগীর কবির, ইউপি সদস্য মনিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 8,960,991 total views, 16,741 views today |
|
|
|